এই শহরের অলি-গলি,
মনে মনে তোমার অক্ষরগুলো খুঁজে ফিরি,
তবে তুমি নেই—
তুমি চলে যাওয়ার পর,
শুধু শূন্যতার গভীরতা ছড়িয়ে পড়েছে।
তুমি ছিলে স্বপ্নের মত,
একটা চেনা অচেনা অনুভূতি,
এখন সেই স্বপ্নের কল্পনায়
যতবার তোমাকে ডাকতে চাই,
ততবার তুমি আরও দূরে চলে যাও।
তোমার না-থাকার এই পৃথিবীতে
একটি অদৃশ্য চিহ্ন রেখেছি,
যা কখনোই মুছে যাবে না—
সেখানে শুধুই আমি,
আর কিছু অব্যক্ত কথা।