নিভে গেছে চাঁদের আলো, ঝরে পড়েছে নীহার,
অন্ধকারের সঙ্গী আমি, ব্যথা আমার অধিকার।

স্বপ্ন ছিলো রঙিন আকাশ, ছুঁতে চেয়েছি তাতে,
ভাঙার শব্দ শুনতে পেলাম—নিশ্বাস ফেলি রাতে।

কোথায় ছিলো স্নেহের ছোঁয়া, ভালোবাসার গান?
সব হারিয়ে শূন্য হলাম, ব্যথার হলো জান।

তবু এই দুঃখের মাঝে, একটুখানি আশা,
অশ্রু যত ঝরবে বেশি, হৃদয় হবে খাঁটি বাসা।