এ কেমন বন্ধু তুমি! একটু সমালোচনায়,
তেলে-বেগুনে রেগে গিয়ে দূরে সরে যাও।
যদি করি তোমার অন্যায়ের কোন প্রতিবাদ,
তোমার হৃদয়ে জাগে আমাতে বিরূপ বিষাদ।
আমার ভাবনা তোমার সাথে হয় যদি ব্যতিক্রম,
আমায় তখন ভাবো তুমি তোমার শত্রুসম।
কোন কিছু অমত করলেই
যদি ভাবো আমি বিদ্রোহী,
তবে নিশ্চিত তুমি স্বৈরতন্ত্রী
বন্ধু তোমারে কহি।
হয়তো, তোমার মনে মিথ্যে গর্ব এই,
তোমার চেয়ে ও ভালো কেহ এ ভবেতে নেই।