মসজিদ হতে মধুর সুরে আযানের ধ্বনি বাজে,
গির্জা হতে শঙ্খ ধ্বনি বাজে সদাই সাঝে,
মন্দির হতে সন্ধ্যাবেলায় উলুধ্বনি আসে নিত্য,
চারিদিকে শুনি সত্যের বাণী, তবু পাই না কেন খুঁজে আজ সত্য।
কোথায় গেল সত্য হায় কোথায় গেল সত্য?
দৈত্যের ভয়ে সত্যের নাকি কাঁপছে দেহ চিত্ত।
কোথায় পালালো সত্য আজকে কোথায় পালালো সত্য?
অর্থের কাছে সত্য নাকি সেজেছে আজ ভৃত্য।
কোথায় হারালো সত্য আজ কোথায় হারালো সত্য,
সত্য নাকি ক্ষমতার হাতে করছে অসহায় নৃত্য।
এখন সত্য ঘুমায় পাঠ্য বইয়ে সত্য ঘুমায় ধর্মে,
মানুষের মন মগজে নাই সত্য নাই কথায় ও কর্মে।
"সত্যের ঢোল বাজে না আপনি" আগের মত - শুধায় এ নিরস কবি,
সত্যরা এখন নয় তো সাহসী বরং ভীতু ও লোভী।