আমরা দুজন বসবো কখন হবো মুখোমুখি,
আমরা দুজন বলবো কখন তোমার সুখে সুখী।
আমরা দুজন বসবো কখন হবো মুখোমুখি,
আমরা দুজন বলবো কখন তোমার দুখে দুঃখী।
আমরা দুজন বসবো কখন রাখবো চোখে চোখ,
আমরা কখন বলবো উভয়ে তুমি আনন্দলোক।
আমরা দুজন ধরবো কখন দুজন দুজনের হাত,
বলব কখন দুঃসময়ে আমরা থাকবো একসাথ।
আমরা দুজন আবেগপ্রবণ হৃদয় মোদের উন্মনা,
দেখিতে শুনিতে বক্ষে জড়াতে শুধিতে প্রণয় যন্ত্রনা।