প্রতিপত্তি ও অর্থহীন দের সাথে
এখন আর মানুষ অনর্থক সময়
ব্যয় করতে চায় না,
তাই নিরিবিলি আছি বেশ।
যতটুকু হয় খবর দেওয়া নেওয়া
থাকে সেথা নির্মল প্রেম অনিঃশেষ।

আমার উঠোনে আসেনা লোভাতুর কাক
কারণে-অকারণে ডাকে না কা-কা রব,
মধুকর অযথা করে না গুঞ্জন আমার ফুলোবনে
যা ছিল বসন্ত কোকিল, পালিয়ে গেছে সব।

আমার কাছে হাতে গোনা ক'জনের আনাগোনা,
তারা ভালোবেসে প্রাণ খুলে কথা কয়।
সুখে দুঃখে কাছে আসে স্বীয় উচ্ছ্বাসে
ছোঁয়া হয় মহৎ হৃদয়।