আজ ১৬ ই ডিসেম্বর,
কেটে গেছে মেঘ,
থেমে গেছে ঝড় ,
আজ সূর্য উঠা ভোর।
আজ পাকসেনারা হার মেনেছে বীর বাঙালির কাছে,
তাই মুক্তিকামী সৰ জনতা নাচে গাহে উল্লাসে,
আজ ভুবন মাঝে সৃষ্টি হলো একটি নতুন দেশ,
"বাংলাদেশ," স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
আজ ১৬ ই ডিসেম্বর,
বাঙালির কাছে পদানত হল পাক সেনাবর্বর।
আজ শোষণ শাসন হার মেনেছে বঙ্গবন্ধুর বজ্র কন্ঠের কাছে,
তাই স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ নাচে গাহে বিজয় উল্লাসে।
বাংলাদেশ, বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশ,
বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।।