ফেসবুক এর মাচেঞ্জারে তুমি বললে হ্যালো,
আমি বললাম কেমন আছ? তুমি বললে ভাল।
আমি বললাম, আমি তোমায় জানি না তো! তুমি আমায় জানো?
“অভিমানে তুমি বললে - ওসব কেন টানো?  
আমি তোমার বন্ধু হব এই তো অভিলাষ,
সুখে দুঃখে তোমার সাথে থাকব বার মাস।‘’


চ্যৈত্র মাসের অলস দিনে
কে নাহি চায় বাহির পানে!  
আমিও সেই উজান টানে
উদাস মনে লাগল আমার দক্ষিণা বাতাস।

কতক দিনে ক্ষণে ক্ষণে কথার মাখামাখি,
বেসুর মনে সুর জাগালে দিলে স্বপ্ন ভরা আঁখি।

কিন্তু একি! হঠাৎ দেখি, সন্ধ্যা তারার মত,
পালিয়ে গেলে! রেখে তোমার কথার মালা যত।
ওগো আমার মন-মোহিনী, মায়াবিনী, কি যে তুমি চাও?
মনের কথা মনে রেখে কেন চলে যাও?