যে শহরে প্রভাত হলেই শোনা যেত পাখিদের কিচির মিচির শব্দ
আর কাঁকের কা-কা কলরব
সেই শহর এখন শান্ত, পাখি আর কাকের বড়ই অভাব,
নেই কোন চেঁচামেচি নেই কোন কা –কা চিৎকার
কোথায় যেন বেড়াতে গিয়েছে
কিংবা ভয়ে কোথাও পালিয়ে গিয়েছে সব,
কিংবা লুকিয়ে আছে নীড়ে ,
লোভাতুর তীর্থের কাঁকের ভিড়ে।
শহরে এখন চারিদিকে শুধু তীর্থের কাঁক
অলিতে গলিতে অফিসে আদালতে
শিক্ষালয়ে, এমন কি রাজনীতিতে ও,
শুধু পেতে চায় শুধু খেতে চায়
যা ইচ্ছে তাই, পচা গলা ভাল মন্দ সব ,
সর্বত্রই চলছে--
যেন কত গুলো নির্লজ্জ লোভাতুর দানবের দুর্নীতির মহা উৎসব।
নীতিহীন রাজনীতি, ঠকবাজি ,দুর্নীতি, খুন , ধর্ষণ
দেখিয়া বড়ই লজ্জা হয়,
তবু ও দু’চোখে স্বপ্ন আঁকি এ শহর নিয়ে,
কোন একদিন একদল তরুণের সততায়
মানুষ হইবে মানুষ, জাগবে চেতনায়
মানবপ্রেম, দেশপ্রেম, ধর্ম প্রেম
বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলায়।