লিখতে পারি মোটামুটি বলতে পারি কম,
মঞ্চে কিছু বলতে গেলে ভয়ে আটকায় দম।
মাথায় কত ভাবনা আসে ভাবনাতে নেই মানা,
এই ভবেতে ভাবনা প্রকাশ নয়তো চাট্টিখানা।
ভাবনা যদি কারো সাথে হয় একটু ব্যতিক্রম,
ভাবে সে আমি অন্য কারো ভাবে শত্রুসম।
শত্রু মেলা খুবই সহজ বন্ধু মেলা ভার,
ভালো বন্ধু এই জগতে মিলে কয়জনার?
তাই ভাবনাগুলো করিনা প্রকাশ বন্ধ রাখি মুখ,
মূক সাজলে সুখ না আসুক আসবে না তো দুঃখ।
আমার মত দুঃখের ভয়ে যারা ভীরু হবে,
তারাই শুধু এই জীবনে পরাধীন রবে।
ভয়কে সদা জয় করে সত্য বলে যারা,
এ ভুবনে তারা অমর তারাই সর্বসেরা।