ভুলে থাকি ভুল চলি নির্ভুল
ফের যদি ভুল হয়,
থাকি সতর্ক এড়াতে কুতর্ক
কেউ যদি কিছু কয়।
কথা কই কম যদি হয় ভ্রম
চাই না কারো সাথে বিদ্বেষ,
যত বেশি দেখি তত কম লেখি
পাছে ভয় সাইবার কেস।
যত পড়ি বিবৃতি করি না আবৃত্তি
কেন যেন লাগে সংশয়,
যত শুনি বক্তিতা কিছু বলে মিথ্যা
হইনা তাতে আর বিস্ময়।
চারিদিকে মূঢ় ভাষা তাদের রুঢ়
কখন যে কে বলে মন্দ,
দেই নাকো মত শুনি অবিরত
ভীতি মোর যদি লাগে দ্বন্দ।
আমাদের দেশে নিরাপদ বেশে
বেঁচে থাকার পেয়েছি সূত্র,
তাই নাই কোন ক্লেশ হিংসা-বিদ্বেষ
যত্রতত্র মিলে মোর মিত্র।