আকাশের পাখিগুলো দলবেঁধে চলে
বনের পশুরা ও তাই।
সাগরের জল আজ ও সুশৃংখল,
ঢেউগুলো দল বেঁধে করে কোলাহল, মতের অমিল নাই।
এখন এ পৃথিবীতে প্রেমহীন,দয়াহীন নীতিহীনরা ও চলে দল বেঁধে,
ওরা পরস্পরের জন্য শিয়ালের মতো দল বেঁধে হুয়াক্কা হু করে রব।
কিন্তু বিধাতা যাদের করেছেন বুদ্ধিমান, সম্মানিত,
যাদের সত্যকথনে ভুবন হতো আলোকিত উজ্জীবিত, প্রতিষ্ঠিত হতো ভুবনে শান্তি সুশাসন,
আজ শুধু তারাই বিক্ষিপ্ত, নির্বাক, নিরব।