যদি দাও অর্থ বিত্ত, যদি দাও প্রীতি
তোমার দলের দালাল হব, মানবো তোমার নীতি।
যা ইচ্ছে তাই করবে তুমি, পাবে সাধুবাদ
তন্ত্র মন্ত্র যাক ধুলোয় যাক, তুমি-ই জিন্দাবাদ ।
টক শো তে বসে বসে গাইব তোমার গীতি
তোমার ভাবনাই আমার ভাবনা, করবো রাজনীতি।
তুমি আমার নেতা হবে, আর আমি চামছাবিদ
তোমার আচার আমার প্রচার, দু’ইয়ে হবো সফল রাজনীতিবিদ ।