হে আমার রব,
একি চিত্ত দিলে আমায়,
নিত্য হেথায় জাগে অভিলাষ,
চাহে অফুরন্ত ভালোবাসা অর্থবিত্ত খ্যাতি আর যশ।
যত পায় তত চায় অকূল সমুদ্র সম,
তবু চিত্ত পরিতৃপ্ত হয় না তো মম।
চায় আরো শূণ্যে মহাশূন্যে গ্রহ-নক্ষত্রে,
থাকিতে মন চায় সেথা রাজ আধিপত্যে।
ক্ষুদ্র মোর দেহখানি ক্ষুদ্র আরো মন,
কি অসীম আকাঙ্ক্ষা তাতে তুমি করিলে সৃজন।
তোমার সৃষ্টি নিয়ে ভাবি আমি যত,
ক্ষণে ক্ষণে মোর মাথা তোমাতে হয় অবনত।