ওগো দূর আকাশের চাঁদ
তুমি আমার সঙ্গি হবে কি?
তুমিও একেলা আমিও একেলা
কহিবো কথা বিজন বেলা
আছে কি আপত্তি?
আমি বিহঙ্গ এক বাঁধনহারা
সঙ্গ চাহি মাটির ধরায়
পাইনা খুঁজে,
যদিও মিলে কিছু না বুঝে
বাধে যে বিপত্তি।
এই ধরাধামে শুধু ধামাধরা
অর্থ বিত্তের মাতোয়ারা
হিংসা-বিদ্বেষ লোভ ক্ষোভে ভরা
আকাশের মত নাই তো হেথায়
উদার সম্প্রীতি।
ওগো শশধর ওগো মনোহর
গগনের সেরা হাসির নভশ্চর
যদি তোমার সঙ্গ মিলে
কহিবো কথা পরাণ খুলে
জানাবো ধরিত্রীর বিরক্তি।