ছেলেটি ভাবে সে বড়-ই স্মার্ট
দামি গাড়িতে চড়ে বুক খোলা শার্ট
আমি তো খুঁজি শুধু এক গুড হার্ট (Good Heart)
সে কি জানে?

ছেলেটি ভাবে সে বড় হ্যান্ডসাম
এ শহরে আছে নাকি তার নাম কাম
আমি তো চাই কোন বিহেইব পোলাইট (behave polite)
সে কি জানে?

আমি সাধারণ মেয়ে বয়স একুশ
পড়াতে মনোযোগ, নাই বেশভূষ
যদি আমি খুজে পাই ভদ্র বিনয়
তার কাছে সপিঁবো আমার এ হৃদয়।
কেউ কি জানে?