মুচকি হাসি নীরেট সুখের
মুচকি হাসি প্রেমের,
মুচকি হাসি ব্যঙ্গ মনের
আত্মভোলা দুঃখের।
চোখে চোখে মুচকি হাসি
দুইটি হৃদয় দোলে,
যেমন করে ফাগুন হাওয়ায়
ফুলের ছোঁয়া ফুলে।
অবুঝ শিশুর মুচকি হাসি
মায়ের সুখের নাভিশ্বাস,
ওই হাসিতে লুকিয়ে থাকে
অসীম ভালোবাসা আর বিশ্বাস।
অমন কোমল বিমল হাসি
যদি হাসতে ইচ্ছে হয়,
বিধাতারে খুঁজে দেখো
ভোরের প্রার্থনায়।🕌🕌