অসীম আকাশ গর্ব করে
বক্ষে লয়ে রবি শশী,
ধরণী বিনয় হেসে বলে
আমার আছে ফুল আর নিষ্পাপ শিশুর হাসি।
------
অর্থ লোভী নারী
আর নারী লোভী পুরুষ,
নিত্য তাদের চিত্ত খানি
থাকে অনেক নাখোশ।
-------
তুষ্ট মনে সুস্থ দেহ
শিষ্টাচারে ভুবন মোহ।
---------
শক্তি যখন সিক্ত ভালোবাসায়
দুর্বলকে করে সহায়,
তাকে বলে মহৎ হৃদয়।
------
আমরা বঙ্গবাসী,
দেশপ্রেম মোদের যেমন তেমন
দল প্রেমটাই যেন বেশি।
-----
কলম কথন ও মিডিয়া মথন,
দুটোই এখন অবচেতন।