নন্দন সভায় নন্দন রাজা আনন্দে হাসিয়া কহে
আমার রাজ্যে এখন তো আর কেউ দুখিনী নহে।
নাই কো অভাব, নাই অভিযোগ, নাই কোন ভয় ভীতি
রাজ্যে এখন করছে বিরাজ শান্তি আর সম্প্রীতি ।
তোষণ উজির অতি উৎসাহে বলে,জি হুযু্র, ঠিক বলেছেন ঠিক,
রাজ্যে এখন আগের মতন কেউ মাগে না ভিখ।
হঠাৎ করিয়া টি ভী পাঠিকা মিষ্টি গলায় বলে,
যাকাতের কাপড় নিতে গিয়া শতেক দরিদ্র মরিল মানুষের পদতলে।
রাজা কহিলেন, উজির বাবু একি শুনিলাম হায়!
উজির বলিলেন, এমনি খবর কদাচিৎ শোনা যায়।
রাজার খাঁচায় বন্দী পাখীটি কি চি র মি চি র ডাকি
বলে হে মহারাজ,
তোমার রাজ্যে ভিখারি দুখিনীর হবে না কো অবসান
যতদিন রবে চোর, চামছা, ঘুষখোর আর দুর্বৃত্তিপরায়ণ।
শুনিয়া রাজার মুখ হইল মলিন. পেয়ে ভীষণ লাজ।।