হঠাৎ করেই পরিচয়,
পথেই দেখা পথের মাঝেই সে হৃদয় করলো জয়।
শুনবে কি তার নাম?
সত্যি বলতে ভয় শুধু মোর, যদি কেউ করে বদনাম।
কালীগঞ্জের কালো মেয়ে নামটি তাহার আলো,
ডাগর ডাগর চোখ দুটি তার কপোল ঝলমল।
ওষ্ঠে তাহার শুষ্ক হাসি কথায় মধুর লাজ,
দীর্ঘ কালো কেশে তার করেনি সে সাজ।
হয়তো ব্যস্ত অধিক ন্যস্ত দায়িত্ব তার কাঁধে
নয়তো দিন দুপুরে ত্বরা করে যায় কি কোথাও সাধে?
চলতি বাসে পাশে বসে মুচকি হেসে বলে,
তিনটি জীবন রক্ষা পেত একটা চাকরি পেলে।
জানেন স্যার গৃহে আমার মা ও ছোট ভাই,
কষ্ট মোদের জীবনখানি দেখার কেউ নাই।
দাম বাড়ছে খাদ্যদ্রবের বাড়ছে মোদের ক্লেশ,
যাদের আছে অনেক টাকা তারাই আছে বেশ।
তাদের চোখে-ই স্বর্গ এ দেশ কিংবা সিঙ্গাপুর,
ভাবে না তারা আমাদের মত যারা আছে ক্ষুধাতুর।
বলিতে বলিতে অশ্রু মুছতে যখন সে ছুইলো নয়ন,
এমনি সময় আসিয়া পড়ল আমার গন্তব্য স্টেশন।