সততা সদাই আমায় করে নিপীড়ন
তোষামন,মিথ্যাচার আর অবিচারের যুগে,
সরলতা সদাই আমায় করে তিরস্কার
বলে আমি নাকি আন-স্মার্ট, বড়ই বেমানান এ যুগে।
ওরাই আছে রাজস্নেহে, ওদের আছে বাড়ি গাড়ি,
নিত্য যারা মিথ্যা বলে করে চাটুকারি,
অর্থ লিস্পু ধৃষ্টদের মিথ্যা কলরবে,
দুর্বিনীত ঘুষখোর আর দুর্নীতিবাজদের লুটপাটের মহা উৎসবে,
আমার ক্ষুদ্র দেশ প্রেম
লজ্জায় নিঃসঙ্গে নীরবে কাঁদে।