এক চোখে দেখিস না তুই
দু'টি চোখে দেখ,
আমার যা ভালো-মন্দ
সঠিক করে লেখ।
এক কানে শুনিস না তুই
দু'টি কানে শোন,
আমায় নিয়ে সঠিক ভাবনা
তোর হৃদয়ে কর বপন।
দুই মুখে বলিস না আর
রং-বেরঙের কথা,
এক মুখে দেশপ্রেমে
জানা সঠিক বারতা।
আমি তোর জন্মভূমি
তোর আসল ঠিকানা,
আমার খবর নিয়ে তুই
আর করিস নে তালবাহানা।