হে মূত্যু ,হে সত্য, হে অনিশ্চিত পৃথিবীর নিশ্চিত,
কখন কোথায় কেমনে করবে সাক্ষাৎ
লইবে তুমি আমার হতে আমারে
আমায় গোপনে যদি বলে দিতে কিঞ্চিৎ।

আমি স্নান করে পূণ্য হয়ে
নত শিরে বিধাতায়,
ইয়া রব ইয়া রব বলে করে কলরব
যবে কাঁদতাম ক্ষমার প্রার্থনায়।
এমন সময়ে যদি এসে দেখা দিতে
তুমি আমার হতে আমায় কেড়ে নিতে,
শান্তি হতো শ্রান্ত আত্মা
থাকতো না কোন ভয়।

ওগো অপরুপ, কেন নিশ্চুপ?
এমনি সময় আসবে কিগো  
বলো মোর কানে কানে,
তোমার গোপন কথাটি রাখবো গোপন
ভালোবেসে আমি করব শ্রবণ
কহিবো না কারো সনে।