কেমন আছো বন্ধু তুমি?
কেমন আছে দেশ?
স্বৈরাচারের হলো নিপাত
এখন কেমন পরিবেশ?

জানি দেশের মানুষগুলো
পদ্মা (নদীর) ঢেউয়ের মতো,
একুল ওকুল দুই কুল থেকে
সদা হয় যে বিচলিত।

ঢেউ তো বহে বায়ু মতে
বুদ্ধি কি আর আছে?
যেদিকে যায় প্রবল হাওয়া
সেই দিকেতেই নাচে।

বন্ধু শোনো তুমিও জানো
অতি লোভীদের দেশে,
প্রতারকরা হয় লাভবান
অতি অনায়াসে।

দেশের সবাই সৎ খুঁজে
হয় না নিজে সৎ,
সুযোগ পেলে নিজের স্বার্থে
দেয় সে মতামত।

শুনছি আমি এখন নাকি
শুধু দ্রোহ আর ক্ষোভ,
এটা চায় ওটা চায়
হা হা সবাই চায় সব।

শোন বন্ধু পদ্মা নদীর নিরবদি
এমন মূর্খ স্রোতে,
পাড় পাবে না যাত্রী কেহ
যদি মাঝি হয় যেমন তেমন মতে।

থাক আজ থাক দেশের কথা
বলো তোমার কি খবর?
আমার চিঠি পেলে তুমি
জলদি লেখিও প্রত্যুত্তর।