তাহাকে পড়ে মনে
শঙ্কিত চরণে চকিত নয়নে
যে আমায় লুকিয়ে দেখিত,
হলে চোখা চোখি
ছলনায় লুকোলুকি
ভালবেসে মৃদু হাসিত।
বলিতে চাহিত কত কথা মোরে
বাঁধিতে চাহিত প্রেম বাহুডোরে
খেলিত চাহিত গগন মগনে
তারার ভুবনে ফুলের কাননে
খেলায় খেলায় আনন্দ ক্ষনে
হৃদয়ে হৃদয় বাঁধিত ।
জানি না সে এখন আছে কোথায়
কোন রাজ প্রাসাদ নাকি অট্টালিকায় !
জানিত যদি সে ভাবছি তাহাঁয়
এখনো ছুটিয়া আসিত,
ফের হারাবার ভয়ে ভীরু হৃদয়ে
আনন্দ বেদনায় কাঁদিত।।