আমার দুটি চক্ষু দেখে
যদি বুঝতে পারো মন,
বুঝতে আর হয় না বাকি
তুমি আপনজন।
তোমায় দেখে যদি আমার
উচ্ছসিত হয় দেহ-মন,
বুঝতে আর হয় না বাকি
তুমি প্রিয়জন।
হাত বাড়িয়ে চাওয়ার আগে
যদি সহায় করো নিজ বিবেগে,
বুঝতে আর হয় না বাকি
তুমি মহৎ বন্ধুজন।