আজকের (বাংলার) রাশিফল
অসহায় মানুষের চোখে জল
একটু নিরাপত্তার জন্য,
বন্যার্ত লোকগুলো- সবাই আজ এলোমেলো
অন্নহারা বস্রহারা ভিটে মাটি সবি হারা,- হারিয়েছে পণ্য।
আমলা পুলিশ আছে ভাল, সুখী জীবন করছে ভোগ,
মন্ত্রী বাবুর খাতার পাতায় জনগণের নাই দুর্ভোগ ।
ঘুষখোর আর দুর্নীতিবাজ আছে মহাব্যস্তে,
ভাবছে তারা অধিক টাকা আসবে কিসে তাদের হস্তে।
রাজনৈতিক দলগুলো ভাবছে দিয়ে মাথায় হাত,
হায়! সোনার বাংলাদেশ বুঝি এবার হল, হল নিপাত,
যতই টানে ব্যনসন(সিগারেট)
করছে না মাথায় একশ্যান
কিভাবে গড়বে তারা মহা আন্দোলন।।
বুদ্ধিজীবী আর ছাত্ররা সব পক্ষ নিয়েই ভাবছে,
রাজনীতি-তে নেতার অভাব, চাটুকার বাড়ছে।।