টাকা চাই আরো টাকা
কত টাকা?
স্বপ্ন আঁকা
স্বপ্ন কত?
শত শত
কত শত?
নীল আকাশে তারা যত
তারা কত?
অগনণিত
পাবে কোথায়?
যেথায় সেথায়
বৈধ না অবৈধ উপায়?
এটা ভাবে কয় জনায়?
বলিস কি ভাই
এ তো ভীষণ বাজে কাজ!
বন্ধু তোমার বাণী সত্য মানি
কিন্তু টাকা না থাকলে মূল্য দেয় কি এই সমাজ?