ওগো প্রিয়,
তোমার বন্ধুর পথে আমায় তুমি বন্ধু করে নিও।
তোমার পথ হয় যদি দুর্গম দুর্বার
আমি প্রিয় কভু নহি পিছু হটিবার
তোমার দুঃখের সবটুকু ভার
আমায় তুলে দিও।
আমি যে প্রিয় সহজ সরল
আমার চোখে সবই নির্মল
তাই ভালবাসি তোমায় শুধু অবিরল
হৃদয়ে যদি থাকে সংশয় তবে পরখ করে নিও।
তোমার চলার পথের ভ্রান্তি যত
ফোটাবো সেথায় ফুল শত শত
তোমার হাসিতে রচিব বসন্ত
পিয়াবো সুধা অমিয়।🌺