অর্থ বিত্ত আর ক্ষমতা লোভীদের অস্ত্রের গর্জে,
প্রতিদ্বন্দ্বিতায় সৎ নিষ্ঠাবান জন-বান্ধবদের এখন আর হয় না দেখা সহজে।
হয় না দেখা এখন আর তুষ্ট চিত্তের মিষ্টি মুখ,
আরো চাই আরো পাই লোভী রাজ্যে নিরন্তর দুঃখ।
হয় না দেখা হাসিখুশি ভালোবাসা অকৃত্রিম,
খাওয়া-দাওয়া জয়-পরাজয় সবটাতে যেন ফরমালিন।
শুধু দুঃখটাই রইলো আসল রইলো মৃত্যু সত্য,
আর বাকিরা সব যুগের সাথে করছে শুধু নৃত্য।