জীবন যেদিন হবে সমাপন
সেই দিনের আগে,
আমার হৃদয়ে যেন হে প্রভু
তোমার দয়ার পরশ লাগে।

মোর হৃদয়ের সব মোহ লোভ ক্ষোভ
তোমার দয়ার পরশে যাক পাশরিয়া সব
চিত্ত আমার ব্যস্ত থাকুক
তোমার দয়ার অনুরাগে।

মোর বিশ্বাস থাকুক তোমাতে প্রভু
পাহাড়ের মত স্থির,
তোমার নাম জপুক হৃদয়
ঢেউয়ের মত অস্থির।
এই জীবনের সুখে দুখে
তোমার নাম যেন থাকে সদা মুখে
হৃদয় খানি চেতনে অচেতনে
শুধু তোমার প্রার্থনাই মাগে।।