এই বিশ্বে তাহারাই মহা জ্ঞানী,
যারা বিশ্বাস করে এক সৃষ্টিকর্তায়,
আর মানে আল্লাহর (কোরআনের) বাণী।
যারা নিজ জ্ঞানে করে অন্বেষণ,
আল্লাহর অপরূপ রূপের বিশ্ব সৃজন।
আর কৃতজ্ঞচিত্তে বলে,হে প্রভু বৃথাই তুমি করোনি সৃষ্টি
এই ধরনী,
ফিরে যেতে হবে তোমার কাছে এই সত্য জানি।
তুমি যদি কাউকে দাও শাস্তি রক্ষা করিবে সাধ্য কার?
আমরা শুনেছি হযরত মুহাম্মদ (স:)এর বাণী, বিশ্বাস করেছি এক আল্লাহর।
ক্ষমা করো প্রভু ক্ষমা করো আমায়
শহীদি মৃত্যু চাহে তোমার এ বান্দায়
যারা নেককার যাবে জান্নাতে
রেখো আমায় তাহাদের সাথে
তুমি-ই প্রভু সর্বশ্রেষ্ঠ অতি দয়াবান
তাই চাই তোমার-ই মেহেরবানী।