প্রভু হে
সুন্দর করো মোর অন্তরো
জীবনে মরণে তোমারি চরণে
নতশিরে রাখো মোরে, পুণ্য করে।
যেন কারো অধিকার না করি হরণ
অর্থে বিত্তে লোভে মত্ত না থাকে মন
সেবিতে দিও মোরে তুমি ভালবাসো যারে
করে যে তোমার আদেশ... অনুসরণ।
চিত্তে আমার নিত্ত তুমি জাগিও মৃত্যু ভয়
তোমার দয়া চাওয়া পাওয়ায় যেন অশ্রুসিক্ত হয়।
তোমার পথের মতেই যেন থাকি অবিচল
দাও হে প্রভু, দাও ধৈয্য,দাও মনোবল।
আমার মৃত্যু দিও জুমার দিনে,
যেন আযান ধনি শুনে শুনে,
মসজিদে গিয়ে থাকি যখন, তোমাতে সিজদায়,
আমার হৃদয় যবে থাকিবে মগ্ন, তোমারি প্রশংসায়।