ওহে মুসলিম এসো পড়ি কলেমায়ে শাহাদাত,
বলো,এক আল্লাহ ছাড়া নাইকো মাবুদ, রাসুল আল্লাহর মোহাম্মদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
কোরআন হলো আল্লাহর কথা,
দুর হবে তোর মনের ব্যথা
যদি পড়িস যদি বুঝিস
খুঁজে পাবি সুখের পথ।
অতীত ভুলের অনুতাপে
যার হৃদয় কাঁপে সন্তাপে,
যার চোখে জল করে টলমল
আল্লাহ রাসুলের নাম জপে,
তাহার মতন হয়ে আয় রে
করি এক আল্লাহর এবাদত।।