জসীম মিয়ার অসীম সাহস
প্রচন্ড প্রতাপ তার,
দল ক্ষমতায় থাকলে তিনি
হোন এলাকার মাতাব্বর।
সকল কাজের তিনিই কাজি
বীর সাহসী বলে,
ওই এলাকার সকল আইন
তাহার কথায় চলে।
দলটি যখন ফসকে গিয়ে
ক্ষমতা হারায় শেষে,
এই সিংহপুরুষ পালিয়ে বেড়ায়
ভীরু ইঁদুর বেশে।