হে বিশ্ব অধিপতি
আমায় সুমতি করে সুন্দর করো মোর প্রান,
নিশিদিনে ক্ষণে ক্ষণে যেন জপে এই মন
শুধু তোমারি গুণগান।
আমার মনে যত সংকীর্ণতা
দূর কর হে বিশ্ববিধাতা,
দয়া করো প্রভু দাও উদারতা
জাগাও মহৎ প্রান।
তোমার ভুবনে বিবশ যারা
তাদের চাওয়ায় দেই যেন সাড়া
দাও মনোবল থাকিতে অবিচল তোমার আদেশে
হে সর্বশক্তিমান্।