ফাগুনের মধুর দক্ষিণ হাওয়ায়
এখন আর উদাস হয় না হৃদয়
দেয় না দোলা মন এখন বসন্তে,
চিত্ত উদ্বেলিত হয় না এখন আর
ফুলের ঘ্রাণে পাখির গানে কিংবা
কোন সুন্দরী তরুণীর স্নিগ্ধ হাসিতে।
যৌবন ফুরিয়ে গেছে অনেক আগে
সাদা কালো এলোমেলো কেশ আমার
দেখেনা কেউ আর অনিমেষ চোখে
রাখে না কেউ আঁখি মোর আঁখিতে।
এ নিয়ে দুঃখ নেই আমার নাই কোন ক্লেশ
সুখে-দুঃখে একা জীবন কাটছে ভালো বেশ।
পৃথিবীর কত বৃক্ষে হয়না তো ফুল ও ফল
কত নদী শুস্ক বহেনা সেথা জোয়ারের জল
ফুল-ফল বিহীন বৃক্ষ আর জল বিহীন নদী
অর্থহীনের জীবন অনর্থক  কাটে নিরবধি।
সহে তারা অবহেলা শত অপমান,
বুক ভরা ব্যথা তাদের চিত্তে অভিমান।
করে না প্রকাশ তারা থাকে হাসিমুখে,
দেখলে সবাই ভাবে আছে মহাসুখে।
আমার ও তাদের মতন কাটে রাত-দিন,
কখনো থাকি হাসিমুখে কখনো মলিন।
একদা মলিন মুখ দেখলে সবাই,
জিজ্ঞাসিত বন্ধুরা কি হয়েছে ভাই?
এ বয়সে থাকে না কেউ বন্ধু সুজন,
আপনাতে ব্যস্ত সবাই আপনে মগন।
যদিও কেউ বেঁচে আছে তারা বুড়ো-বুড়ি,
মৃত্যুদূত তাদেরকে নাকি দেয় মাঝে মাঝে সুড়সুড়ি।
আমার ও এখন জাগে মনে বড় ভয়,
মৃত্যুদূত যদি এসে বলে চলো মহোদয়।
তাই অতি বিনয়ে বলি ওগো মোর বন্ধু প্রিয়,
তোমাদের সাথে চলার পথে ভুলত্রুটি মোরে ক্ষমিও।