তখন আমার বয়স ষোল
মনে আছে ঠিক,
দেখলে তোকে দিতাম ঠোঁটে
রঙিন লিপিস্টিক।
কালো কেশে গুঁজে দিতাম
রঙ্গিন জবা ফুল,
তোর দৃষ্টি পেতে দিতাম
কর্ণে রাঙ্গা দুল।
কপাল মাঝে টিপ লাগাতাম
তুই দেখবি বলে,
আমার চোখের জলে ভিজতো কাজল
তুই ক্ষণিক দূরে গেলে।
এসব এখন অতীত কথা
তুই কেমন আছিস বল,
তোর বধূকে দেখব আমি,
সঙ্গে নিবি? চল।