সুন্দরবনের পাশ ঘেঁষে বসবাস
তাই আমাদের হিংস্র স্বভাব,
পশুর মতো লোভ আর ক্ষোভ
সততা মানবতার খুব অভাব।

আমাদের চারিপাশে আছে কত নদী,
নদীর অভ্যেসে মোরা ভাঙ্গি গড়ি নিরবধি।
কখনো অশান্ত হয়ে ভ্রান্ত পথে চলি,
হিংসা লোভে মত্ত হয়ে করি দলাদলি।

বনের পশুরা শৃঙ্খলা মানে বাঘের হুঙ্কারে,
নদী ও শেষে মিলিত হয় রাক্ষসী সাগরে।
আমরা ও হয়তো সভ্য হব কোন একদিন,
পাবো যখন শাসক অতিশয় ন্যায়নিষ্ঠ কঠিন।