ওগো প্রভু
যদি কভু আস এই পৃথিবীতে দিয়ে যেও কিছু লাজ,
তাহাদের তরে,
যারা চুরি করে গরীবের ধন আর যারা দুর্নীতিবাজ ।
তোমার বিশ্বে অট্টহাস্যে সাজিয়া দস্যুরাজ,
আবেগ বিবেক ত্যাগিয়া যাহারা করিছে লুটতরাজ,
হিংস্র পশুর মত উদ্ধত অবিরত , বধিছে লক্ষ কোটি প্রান,
হৃদয়ে তাদের জাগাও মহত্ত, মগজে শুদ্ধ জ্ঞান।
ঘুষখোর যারা বর্বর তারা, ভুবনের লোভী কীট,
অর্থে মত্ত মিথ্যায় ভক্ত নির্লজ্জ উৎপীড়ক,
এরা বুঝে নাকো অপবাদ অপমান,
ইহাদের চোখে লজ্জা দাও প্রভু
চিত্তে যোগাও সম্মান।
আমি সতত মাথা অবনত করেছি তোমার পায়,
দয়া কর প্রভু এই বিশ্ব লোকে তোমার আপন মহিমায়।।