মনের মাঝে যদি মহত্ত্ব-ই দিলে
হে প্রভু
তবে দিলে না কেন অর্থবিত্ত?
এখন মানব সেবায় নিজেকে কেমনে রাখি সদা মত্ত?

জীর্ণ গৃহে যখন দেখি শীর্ণ দেহী ক্ষুধাতূর,
খাদ্যের লাগি কাঁদছে তারা কন্ঠে নিয়ে বেদন সুর,
অন্তরে যদি দিলে অনুভূতি তবে দিলে না কেন অর্থবিত্ত?
এখন মানব সেবায় নিজেকে কেমনে রাখি সদা মত্ত?

অত্যাচারীরা অস্ত্রাঘাতে মারে যখন নিরীহ মানুষ,
অসহায় চোখে তাকিয়ে আছি আমি অপ্রতিবাদী কাপুরুষ!
মগজে যদি সুবিবেক দিলে তবে দিলে না কেন এটম বোমা?
এখন বিশ্বমাঝে শান্তি প্রতিষ্ঠার কেমনে রাখি উপমা?
শক্তি যদি প্রভু নাই বা দিবে তবে দিলে কেন অনুভূতি?
কেন শেখালে ন্যায়ের কথা কেন হৃদয়ে দিলে মানব প্রীতি?

সহিবার শক্তি চাই না প্রভু শক্তি চাই প্রতিবাদের,
দাও অস্ত্রশক্তি দাও সাহস, ন্যায়ের পক্ষে লড়িবার।