পাখি ডাকে গাছের শাখে
আপন মনে আপন সুরে
আমিও তেমন করি প্রলাপনি
কখন ও সুখে কখনো দুঃখে।
বন্ধুরা আমি নই তো কবি
কবি হবার নেই মোর হবি(Hobby)
যখন যা দেখি আমার চারিপাশে
হৃদয়ে গাঁথিয়া মনের হরষে
প্রকাশ করি ক্ষুদ্র সাহসে
রসে ভরা রচনায়,
আমার যাহারা বন্ধু পাঠক
পড়ছো আমার ছোট্ট স্তবক
স্বরনে রাখছো মোরে তব হৃদয়ের কোনে
ভালোবাসার ভাবনায়,
তাদের প্রতি বিনয় প্রণয় রইল কৃতজ্ঞতায়।।