ভুবনে প্রথম আসিয়া মাগো দেখেছি তোমার মুখ,
তুমি দিয়েছো প্রথম আহার্য তুমি দিয়েছো সুখ।
তোমার বক্ষে প্রথম কান্না তোমার বক্ষে হাসা,
তোমার চক্ষে পেয়েছি খুঁজে অনন্ত ভালবাসা।
তোমা-হতে আমি শিখেছি মাগো, ভালবাসা কারে কয় ,
আমাকে লভিয়া যেদিন তুমি আনন্দে কেঁদেছো প্রভুর বন্দনায়।
আমাকে বক্ষে জড়াইয়া হেসেছো যবে, ভুলিয়া সব ব্যাথা,
তাহাতে আমি শিখেছি মাগো, কাকে বলে মানবতা।
তুমি আমার প্রথম দেখা, তুমি প্রথম প্রেয়সী,
তুমি ই আমার প্রথম শিক্ষয়িতা, আমার আদর্শ লিপি ।।