প্রভু, এমনি করে হয় যেন আমার জীবন অবসান,
যেমনি করে সূর্যটা যায় অন্তর্ধান।
সারাদিনের কাজের শেষে ক্লান্ত বেশে
গোলাপ আভায় হেসে হেসে
বিদায় বেলায় জানায় প্রভু তোমায় শোকরান।
সে যে নিত্য তোমার আদেশ মতে
আবার জেগে ওঠে প্রতি প্রাতে
তোমার মতে ই ভূবনেতে আলো করে দান
এমনই জীবন আমায় প্রভু তুমি করো দান।
প্রভু, এমন জীবন দাও হে আমায়
আমার হৃদয় পূর্ণ করো তোমার দ্বীনের আলোয়
সেই আলো বিলিয়ে বিশ্বে
যেন আমার জীবন হয় কো অবসান।