তোমরা যত-ই লজ্জা দাও আমায় যতো করো ব্যঙ্গ,
আমি কিন্তু আমার লেখা করছি না আর সাঙ্গ।
এই বঙ্গ দেশের রঙ্গ যত দু'চোখ দিয়ে দেখে,
ছোট ছোট ছন্দের মিলে যাব আমি লিখে।
এই রঙ্গদেশে সঙ্গ মিলে মিলে না তো সঙ্গী,
একটু মতের অমত হলে উপাধি দেয় জঙ্গি।
মতের বিভেদ পথের বিভেদ জনতার কথা বলি,
এ দেশের মাঝে প্রতিটা কাজে হয় যে দলাদলি।
ঘুষখোর, সন্ত্রাসী, দুর্নীতিবাজ যেই দলের হয়,
সেই দল তাদের দেয় সমর্থন কুকর্মে দেয় সায়।
দেশের অধিকাংশই কাজ করে দলের চেতনায়,
করে না কাজ দেশের প্রেমে সততা আর নিষ্ঠায়।
আমরা বাংলাদেশী,
দেশপ্রেম মোদের যেমন-তেমন দলপ্রেমটাই যেন বেশি।