মাছি বলে নাচি নাচি
রে রক্ত চোষা মশা,
তুই যেথায় হেথায় রক্ত চুষিশ
তুই জগত সর্বনাশা।
অবাক চোখে মশা বলে ওহে মাছি ভাই,
আমি না হয় ক্ষুধার জালায় একটু রক্ত খাই,
ধরায় যারা অকারণে বধ করছে কোটি মানব প্রান
যারা লুটে খায় গরীবের ধন, তারা কোন শয়তান?
শুনিয়া মাছি বলে, ঠিক বলেছিস মশা
মানবতাহীন মানুষ এরা
এরা হিংস্র জানোয়ার,
এরা ভুবন সর্বনাশা।