কে বলে?- অভিনয় করা বড় কঠিন ব্যাপার,
এই যে আমি; -কখনো কাঁদি কখনো হাসি।
ভালো না লাগলে ও ঠোঁট মেলিয়ে বলি, ভালোবাসি- ভালোবাসি।
শুধু কি আমি? অনেকেই করে অভিনয়,
তাইতো মিটিং মিছিলে দেখি
হৃদয়ে অনেকের অন্য ভাবনা, কিন্তু স্বার্থলোভে মুখে 'জী হুজুর' সেজে রয়।
সময়ের বিবর্তনে সুযোগের আশায় নিজেকে অনেকেই পাল্টায়,
কখনো পোশাকে কখনো বোলে
ক্ষণকালের জন্য ওরা নিবেদিত হয়ে যায় তাহাদের, যারা থাকে ক্ষমতায়।
কে বলে অভিনয় বড় কঠিন
এ জগতে অনেকেই করে অভিনয়।
"যারা করে না, তারা নেতা কিংবা অভিনেতা হতে পারে না,
তারা সহজ সরল সাধারণ মানুষ,
জগতে চির দর্শক, চির বঞ্চিত, চির শাসিত হয়ে রয়"।