টাকা দিয়ে সব কেনা যায়
যায় না কেনা স্নেহ,
ইহা সৃষ্টিকর্তার দয়ার ছোঁয়া
ইহা যে স্বর্গীয়।
সুস্বাস্থ্য, সুখনিদ্রা কিংবা আনন্দ নির্মল হাসি,
যায় কি কেনা যদি থাকে টাকা রাশি রাশি?
টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারবে কি আর কেহ,
যে প্রাণ একবার ছেড়ে গেছে দেহ?
বন্ধু পাবে টাকা দিয়ে? কিংবা নিখুঁত প্রেম?
যে সুখে দুঃখে ভালোবেসে থাকবে অবিরাম!
টাকা দিয়ে গড়তে পারবে কভু কেহ?
লজ্জা, সততা আর বিনয়-প্রনয় গৃহ?
টাকার অভাব অনেক কষ্ট, কিন্তু অধিক টাকা!
সুবোধ হস্তে শান্তি আনে, নির্বোধ হাতে রণঢঙ্কা।