প্রতিভা কখনো গর্ব করে না,
করে না কারো সাথে তুলনা,
প্রতিভা কাউকে খর্ব ও করে না,
প্রতিভা কাউকে তৈল মর্দনে থাকে না ব্যস্ত,
প্রতিভা মানে নিত্য নতুন সৃষ্টি।
সৃষ্টির মাঝে আনন্দ পাওয়া আর আনন্দ দেয়া,
প্রতিভা মানে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে একটু শীতল হাওয়া আর এক পশলা বৃষ্টি।
প্রতিভা মানে একচোখা বা দল কানা নয়,
প্রতিভা মানে ন্যায় দৃষ্টি।