ফুলের হাসি দেয় আনন্দ
চাঁদের হাসি আলো,
তোমার হাসি চিত্তাকর্ষক
আমার হৃদয় আকাশ উষ্ণ ঝড়ে করে এলোমেলো।
বৃষ্টির পানি নির্মল জানি
শীতল করে দেহ,
তোমার মুখের প্রনয় বাণী
লাগে বড় মধুমেয়।
মেঘের আড়ালে আধখানি চাঁদ
চুপি চুপি ইশারায়,
নদীর সাথে প্রনয়ের ঢেউয়ে
চুপি চুপি প্রেমে মেতে রয়।
তুমি কেশের আড়ালে আধখানি হেসে
ইশারায় কি যে বলো,
তোমার নয়ন তারায় স্বপ্ন দেখায়
আমার হৃদয় আকাশ উষ্ণ ঝড়ে করে এলোমেলো।